ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দেশবাসীর কাছে দোয়া চেয়ে দেশ ছাড়ল টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
দেশবাসীর কাছে দোয়া চেয়ে দেশ ছাড়ল টাইগাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে  শনিবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রাত নয়টা পাঁচ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফির দল।



দেশ ছাড়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সাংবাদিকদের বলেন, ব্রিসবেনের কন্ডিনিশিং ক্যাম্প খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাশরাফি আরও বলেন, ‘আসলে বিশ্বকাপের আগে প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ, তার উপরই নির্ভর করবে পারফরমেন্স কেমন হবে। ’

শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের ব্যস্ত সময় কেটেছে। বিশেষ করে মিডিয়া কর্মীদের ব্যাপক ভীড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তা কর্মীদের। সন্ধ্যা থেকেই ক্রিকেটাররা একে একে বিমান বন্দরে আসতে শুরু করেন।

এ সময় দলের ভালো পারফর্মের জন্যে দেশবাসীর কাছে দোয়া চাইলেন দলপতি মাশরাফি।  

এরপরই একে একে কথা বলেন আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, সৌম্য  সরকার। প্রত্যেকেই ভালো খেলার জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিমান বন্দরে মুশফিকুর রহিমকে বিদায় দিতে এসেছিলেন তার বাবা-মা এবং তার স্ত্রী।   এনামুল হক বিজয়কে বিদায় দিতে এসেছিলেন তার বাবা মা।

বিমান বন্দরে ইমিগ্রেশনে ঢোকার আগে কথা বলেন দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদ্দলাহ রিয়াদ। তিনিও দেশবাসীর প্রত্যাশা পূরনে সকলের কাছে দোয়া চাইলেন, ‘আমরা পরিশ্রম করেছি। প্রস্তুতি ভালো হয়েছে। এখন ভালো করার জন্যে দেশবাসীর দোয়া চাই। ’

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।