ঢাকা: ওয়ার্ল্ড হকি লীগ দ্বিতীয় রাউন্ডের শেষ চারে ঠাঁই হয়নি বাংলাদেশের। রক্ষণভাগের দুর্বলতার মাশুল দিচ্ছে দলটি।
তবে স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে সহজেই ৩-০ গোলে হারিয়েছে গোবিনাথান কৃষ্ণমূর্তির শিষ্যরা। ফলে পঞ্চম স্থান নির্ধারনী ম্যাচ খেলার সুযোগ আছে কৃষ্ণবাহিনীর সামনে। আজ রোববার ইউক্রেনের বিপক্ষে এ ম্যাচে মাঠে নামবে তারা।
সিঙ্গাপুরে ইউক্রেনের বিপক্ষে বাংলাদেশ সময় আজ দুপুর একটায় টার্ফে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। এ ম্যাচে জিততে দৃঢ়প্রতিজ্ঞ তারা। দলের অধিনায়ক কৃষ্ণ কুমার জানান, ‘ভাগ্য খারাপ ছিল বলে ওমানের বিপক্ষে হেরে সেমিতে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে আমাদের। তবে স্থান নির্ধারণী ম্যাচে জিতে পঞ্চম হয়েই টুর্নামেন্ট শেষ করতে চাই। আশা করি সতীর্থরা নিজেদের সেরাটা দিয়েই লড়বেন এবং জয় তুলে নেবেন। '
উল্লেখ্য, প্রতিটি ম্যাচেই রক্ষণভাগের দুর্বলাতার কারণে একাধিক গোল হজম করতে হয়েছে বাংলাদেশ দলকে। ম্যাচের শুরুতে গোল হজম করতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচে। এমনকি কয়েকটি ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ হকি দল।
এ ম্যাচে জিতলে বাংলাদেশ পঞ্চম এবং ইউক্রেন টুর্নামেন্টের ষষ্ঠ স্থান পাবে। অন্যদিকে সকাল সাতটায় সপ্তম এবং অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লড়বে সিঙ্গাপুর।
বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫