ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

খেলা

অ্যানফিল্ডে লিভারপুলের গোলশুন্য ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, জানুয়ারি ২৫, ২০১৫
অ্যানফিল্ডে লিভারপুলের গোলশুন্য ড্র ছবি: প্রতীকী

ঢাকা: এফ এ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুলকে রুখে দিল দুর্বল বোল্টন ওয়ান্ডেরার্স। লিভারপুলের ঘরের মাঠের এ খেলায় গোল শুন্য ড্র হয়েছে।

প্রিমিয়ার লিগে ধুকতে থাকা অল রেডসদের এদিন মাঠের খেলায় তেমন কোন পারফরম্যান্স চোখে পড়েনি।

উল্টো লিগ কাপের এ খেলায় বোল্টনকে কয়েকবার আক্রমনে যেতে দেখা যায়। যদিও সফরকারিরা তা থেকে গোল আদায় করতে পারেনি তবে নিজেদের জালেও কোন গোল হজম করেনি দ্বিতীয় সারির এ দলটি।

এদিকে এদিন মাঠে ছিলেন না দলের অভিজ্ঞ ফুটবলার স্টিভেন জেরার্ড। মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়া এ তারকা অভাব দেখা গিয়েছে ব্রেন্ডন রজার্সের শিষ্যদের মাঝে। তবে ম্যাচে দু’একবার আক্রমণে ছিলেন দলের তরুণ স্ট্রাইকার রাহিম স্টারলিং। কিন্তু তা থেকে গোল আদায় করতে পারেন নি তিনি।

খেলার পুরো সময় কোন গোল না হওয়ায় শুন্য হাতে হতাশায় মাঠ ছাড়তে হয় প্রিমিয়ার লিগের রানার আপদের।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।