ঢাকা: 'আমরা ভালো খেলতে চাই, দেশের মাটিতে দেশের মানুষকে ভালো খেলা উপহার দিতে চাই। সালাউদ্দিন ভাইকে কথা দিয়েছি, সেমিফাইনালে উঠেই তার সাথে দেখা করব আমরা।
তার কথাতেই পরিস্কার বাংলাদেশ ফুটবল দলের লক্ষ্য বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল খেলা। রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোচ লোডভিক ডি ক্রুইফ, অধিনায়ক মামুনুল ইসলাম, সহসভাপতি তাবিথ আউয়াল ও বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
সংবাদ সম্মেলনে কোচ ক্রুইফকে প্রশ্ন করা হয় কেন আবারো বাংলাদেশর জাতীয় দলের দায়িত্ব নিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি বাংলাদেশের মানুষের টানেই ফিরে এসেছি। আর বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও বাফুফে কর্মকর্তাদের সাথে আমার সুসম্পর্কের জন্য দ্বিতীয় মেয়াদে দলটির দায়িত্ব নিলাম। সামনে বঙ্গবন্ধু গোল্ডকাপ, এ টুর্নামেন্টে ভালো খেলা উপহার দিতে চাচ্ছি আমরা। '
তার কথার সূত্র ধরেই সাংবাদিকদের প্রশ্ন, ফাইনাল খেলার ইচ্ছে আছে কি বাংলাদেশ দলের? এর জবাবে সদ্য দ্বিতীয়বারের মতো দলের দ্বায়িত্ব নেয়া কোচ ডাচ ম্যান লোডভিক ডি ক্রুইফ বললেন, 'প্রতিটি ম্যাচেই ভালো খেলতে হবে আমাদের। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করেই পরবর্তী রাউন্ডে উঠতে চাচ্ছি। গ্রুপ 'এ'তে আমাদের প্রতিপক্ষ মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। এর মধ্যে মালয়েশিয়া দলটিই সবচেয়ে ভালো, শ্রীলঙ্কা জাতীয় দল পাঠালেও তারা তেমন শক্তিশালী প্রতিপক্ষ নয়। তাই গ্রুপে মালয়েশিয়াকেই ফেভারিট ধরে নিচ্ছি, তারপরই গ্রুপে আমাদের অবস্থান থাকবে বলে আশা করছি। '
তিনি আরো যুক্ত করেন, 'এটি বাংলাদেশ দলের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। যদি ঠিক ভাবে আমরা এ সুযোগ কাজে লাগাতে পারি। '
অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, 'আমরা গত তিন মাস ধরে অনুশীলন করছি। দলে বড় ধরণের কোন ইনজুরি সমস্যা নেই। এখন মাঠে ভালো পারফরমেন্স প্রদর্শন করতে হবে আমাদের। দেশের মাটিতে খেলা, তাই অবশ্যই আমাদের ভালো করতে হবে। '
উল্লেখ্য, বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে জাতীয় দলটি নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আবাহনীর কাছে ২-০ গোলে পরাজিত হয়। আজ রোববার জাতীয় দল নিজেদের দ্বিতীয় প্রস্তুতি মূলক ম্যাচে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ী শেখ জামাল ক্লাবের মুখোমুখি হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচে গণমাধ্যমের প্রবেশ সংরক্ষিত থাকবে বলে জানিয়েছেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫