ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের দীর্ঘস্থায়ী ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রবিন ফন পার্সি। ২০১৬ সালের জুনে এ নেদারল্যান্ডস তারকার সঙ্গে ম্যানইউর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।
এর আগে গত বছরের নভেম্বরে পার্সির সঙ্গে চুক্তি নবায়নের ইঙ্গিত দিয়েছিল ম্যানইউ। তবে, এখন পর্যন্ত তা হয়ে উঠেনি। বর্তমান চুক্তি অনুযায়ী পার্সির সাপ্তাহিক বেতন ৩ লাখ ১৯ হাজার ইউরো। তবে, চুক্তি নবায়ন হলে তা নেমে দাঁড়াবে ১ লাখ ২৭ হাজার ইউরোতে। এমনটিই জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।
পার্সি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখনই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার চিন্তা নেই। চুক্তি অনুযায়ী আরো ১৮ মাস ম্যানইউর হয়ে খেলব। তার পরে কি হবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। সময় এলেই সব বোঝা যাবে। তবে, দীর্ঘমেয়াদে ম্যানইউর হয়ে খেলতে পারব কিনা তা নিশ্চিত নই। ’
উল্লেখ্য, ২০১২ সালে ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর্সেনাল ছেড়ে ম্যানইউতে পাড়ি জমান পার্সি। রেড ডেভিলসদের হয়ে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ খেলে ৫৬টি গোল করেছেন ৩১ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১৫