ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পুরস্কার পেল ওয়ালটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সেরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পুরস্কার পেল ওয়ালটন ছবি: সংগৃহীত

ঢাকা: সোমবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কর্তৃক আয়োজিত বিএসজেএ অ্যাওয়ার্ড নাইট। এই অনুষ্ঠানে ২০১২ সালের সেরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পুরস্কার পায় দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড ওয়ালটন।



জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পেশাদার ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠনের পক্ষ থেকে ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের বিভিন্ন খেলার সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি সম্মানিত করা হয় সংগঠক ও পৃষ্ঠপোষকদের। চার বছর মিলিয়ে ক্রীড়াবিদ, সংগঠক ও পৃষ্ঠপোষকসহ মোট ৬৬ জনকে ‘বিএসজেএ অ্যাওয়ার্ড নাইটে সম্মানিত করা হয়। শ্রদ্ধা জানানো হয় অনুপ্রেরণাদাত্রী এক মায়ের প্রতিও।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের কাছ থেকে সেরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন আর. বি. গ্রুপের অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ওয়ালটন দেশের সব ধরনের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে। বিভিন্ন ফেডারেশন ও ফেডারেশনের বাইরেও বিভিন্ন ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসে।

ক্রিকেট, ফুটবল, রাগবি, টেবিল টেনিস, ভলিবল, কাবাডি, বক্সিং, শরীরগঠন, ফ্লোরবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে প্রায় সব ধরনের খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে ওয়ালটন। সব মিলিয়ে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে ব্র্যান্ডটি। ওয়ালটন ক্রীড়াক্ষেত্রে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এক দশকেরও বেশি সময় ধরে যে অবদান রেখে চলেছে এই পুরস্কার কিছুটা হলেও তার স্বীকৃতি দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।