ঢাকা: বার্সেলোনা যখনই অ্যাতলেটিকো মাদ্রিদে আতিথিয়েতা নিতে যায় তখনই কোন না কোন অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে দু’দলের গতকালের ম্যাচের মত সমর্থকরা আর কখনো দেখেনি।
এদিন খেলার দ্বিতীয়ার্ধে স্বাগতিক মিডফিল্ডার আদ্রা তুরান বল নিয়ে কাটাতে থাকলে বার্সা ফুটবলাররা তা ঘিরে ফেলে। আর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে তুর্কিশ ফুটবলার। পরে রাগে-ক্ষোভে নিজের বুট খুলে সাইডে থাকা লাইন্সম্যানের দিকে ছুঁড়ে মারেন। ভাগ্য ভালো লাইন্সম্যানের গায়ে লাগেনি।
তবে মজার ব্যাপার হলো লাইন্সম্যানকে জুতো মারলেও বড় কোন শাস্তি হয়নি তুরানের। ম্যাচের দায়িত্বে থাকা রেফারি জেসাস গিল তাকে শুধুমাত্র হলুদ কার্ড দেখান।
এদিন কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের এ খেলায় বার্সা ৩-২ গোলে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করে। প্রথম লেগে কাতালানরা ন্যু ক্যাম্পে ১-০ গোলের জয় পেয়েছিল।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫