সিলেট থেকে ইয়াসির উবাইদ: তিনশ' ষাট আউলিয়ার দেশ সিলেটে, বিকেল ৫টায় জেলা স্টেডিয়ামের মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম ম্যাচ। এই টুর্নামেন্টের ম্যাচগুলো ফিফা টায়ার ওয়ানের অন্তর্ভূক্ত।
সেই সাথে স্টেডিয়ামের জন্য গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা। জনসাধারণের চলাচল ও স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
স্টেডিয়ামে যে সকল বস্তু নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না, তার একটি ফর্দ প্রদান করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এরমধ্যে রয়েছে পানীয় বোতল/ক্যান, আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, ভিডিও ক্যামেরা, সুই/সিরিঞ্জ, পতাকার স্ট্যান্ড, আয়না, ছাতা, পটকা/আতশবাজী, হেলমেট, পোষা প্রাণী, টর্চ ও লেজার লাইট, কলা ও গোলাকার ফল, হাঁতুড়ি ও ভাঙ্গার যন্ত্র, দিয়াশলাই বা আগুন জ্বালাবার যন্ত্র, কলম ও পেন্সিল।
এছাড়া নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন সকল বস্তু নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না দর্শকগণ।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫