ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ

গোলশূন্য রয়েছে প্রথম ৩০ মিনিট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
গোলশূন্য রয়েছে প্রথম ৩০ মিনিট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ বছর পর মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ।

আর লাল-সবুজদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে মালয়েশিয়া। ম্যাচের ৩০ মিনিট পার হলেও গোলের দেখা পায়নি কোনো দল।

বাংলাদেশ দলের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন রাসেল; রায়হান, ইয়াসিন, মিশু, জামাল, জাহিদ, মামুনুল, এমিলি, হেমন্ত, ইয়ামিন ও সোহেল রানা।

ম্যাচের নবম মিনিটে মালয়েশিয়া গোলের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল। অতিথিদের এ স্ট্রাইকারের জোড়ালো শট বাংলাদেশের গোলবারে লেগে ফিরে আসে। ফলে, গোলের দেখা পাওয়া হয়নি মালয়েশিয়ার। ছোট ছোট পাসে লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা প্রতিপক্ষের শিবিরে আক্রমণ চালালেও গোলের দেখা পাননি।

খেলার ১৬তম মিনিটে আবরো বাংলাদেশের শিবিরে ভয় ধরিয়ে দেয় মালয়েশিয়া। এবারো তাদের স্ট্রাইকারের একটি হেড গোলবারের উপরে বাধা পায়। ২৪ মিনিটের মাথায় এমিলির একটি শট মালয়েশিয়ার গোলবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ২৮ মিনিটে আরো একটি বল গোলবারে লাগলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ।

প্রথম ম্যাচে নিজেদের মাঠের সুবিধা নিয়ে এ ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় বাংলাদেশ। আর বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়া নিজেদের সেরাটা ঢেলে দিয়ে জয়ের স্বপ্ন দেখছে।

মালয়েশিয়ার সাথে বাংলাদেশের পরিসংখ্যান তেমন সুখকর নয়। শেষ দশ ম্যাচের সাতটিতেই জয় পেয়েছে মালয়েশিয়া। ২০১২ সালে আন্তর্জাতিক প্রীতিম্যাচে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে সর্বশেষ মোকাবেলা করে এবারের আসরের স্বাগতিকরা। আর তাতে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

** মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।