ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সা নয়, চেলসিতে কুয়াদরাদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
বার্সা নয়, চেলসিতে কুয়াদরাদো! জুয়ান কুয়াদরাদো

ঢাকা: জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর সময়সীমা প্রায় শেষের পথে। এ সময়ের মধ্যেই ফুটবল ক্লাবগুলোকে দলবদলের কাজটা সেড়ে ফেলতে হবে ।

শেষ মুহূর্তে এসে বড় একটি চমক দিতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি।

সব ঠিকটাক থাকলে স্ট্যামফোর্ড ব্রিজে নাম লেখাতে পারেন ফিওরেন্তিনার কলম্বিয়ান তারকা মিডফিল্ডার জুয়ান কুয়াদরাদো। ইতোমধ্যেই নাকি তার সাথে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডের চুক্তি সম্পন্ন করার পথে চেলসি।

যদি তাই হয় তাহলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শনিবারের ম্যাচে ব্লুজদের হয়ে মাঠে নামতে পারেন কুয়াদরাদো। তবে, তার আগে রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করতে হবে।

কুয়াদরাদোকে পেলেও দল থেকে আন্দ্রে শুরলেকে বেচে দিতে চায় চেলসি। জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী এ ফরোয়ার্ডকে পেতে চাইছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড ও উলসবুর্গ। তাকে পেতে হলে ৩০ মিলিয়ন পাউন্ডের অধিক অর্থ ব্যয় করতে হবে। তবে, অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয়।

উল্লেখ্য, বিশ্বকাপে উজ্জ্বল পারফরম্যান্সের পর থেকেই কুয়াদরাদোর ওপর ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর ছিল। বিশেষ করে তাকে পেতে প্রচেষ্টার ঘাটতি রাখেনি বার্সেলোনা। তবে, ফুটবলার কেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় কাতালানদের এখন চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই।

বাংলাদেশ সময়: ২০২১ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।