ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অলস হয়ে পড়ছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
অলস হয়ে পড়ছেন রোনালদিনহো রোনালদিনহো

ঢাকা: ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদিনহো যে ক্লাবেই খেলেছেন সেখানেই আলো ছড়িয়েছেন। তবে, সাবেক এই বার্সা তারকার নতুন ক্লাব কুয়েরেতারোর পক্ষ থেকে জানানো হয়েছে, রোনালদিনহো নাকি অনুশীলনের সময় দৌড়াতেই চান না।



এ মৌসুমেই ব্রাজিলিয়ান ক্লাব অ্যাটলেটিকো মিনেইরো থেকে দু’বছরের চুক্তিতে মেক্সিকান ক্লাব কুয়েরেতারোতে যোগ দেন ৩৪ বছর বয়সী রোনালদিনহো। তবে, নতুন ক্লাবের সঙ্গে তিনি ঠিকমতো মানিয়ে ‍নিতে পারছেন ‍না। দুবারের বর্ষসেরা এই ফুটবলার এর আগে পিএসজি, বার্সেলোনা, এসি মিলানের মতো বিশ্বসেরা ক্লাবের হয়ে খেলেছেন।

কুয়েরেতারোর ফিটরেস কোচ রবার্তো বাসাগেইসতেগাই বলেন, ‘দলের অনুশীলনের সময় রোনালদিনহো দৌড়াতে পছন্দ করছেন না। যা খেলায় প্রভাব ফেলে। তাকে দৌড়ানোর জন্য বলা হলেও তিনি তা শুনছেন না। ’

তিনি আরো বলেন, ‘রোনালদিনহো আমার সঙ্গে জিমে ব্যায়াম করছেন। তার চাহিদা অনুযায়ী তাকে আলাদা করে অনুশীলনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে, অনুশীলনের সময় পর্যাপ্ত পরিমান দৌড়াতেই তার অনীহা। আশা করছি রোনালদিনহো তার ভুল বুঝতে পেরে ঠিকমতো অনুশীলনে সময় দিবেন। ’

উল্লেখ্য, কুয়েরেতারোর হয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে তিনটি গোল কর‍ার পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছেন রোনালদিনহো।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।