ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তিন ম্যাচের নিষেধাজ্ঞায় কস্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
তিন ম্যাচের নিষেধাজ্ঞায় কস্তা

ঢাকা: লিভারপুলের ফুটবলার ইমরি ক্যানের সঙ্গে হিংসাত্মক আচরণের কারণে তিন ম্যাচ বহিষ্কার হয়েছেন চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তা। ২৬ বছরের এ তারকা প্রিমিয়ার লিগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারবেন না।



সেই সঙ্গে অ্যাস্টন ভিলা ও এভারটনের বিপক্ষেও মাঠের বাইরে থাকতে হবে এ স্প্যানিয়ার্ডকে।

এর আগে এফএ কাপের সেমিফাইনালে খেলার ১২ মিনিটে ক্যানের পায়ে আঘাত করেন কস্তা। আর এ নিয়ে অলরেডস ফুটবলারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন তিনি। পরে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন তাকে এ শাস্তি দেয়। যদিও কস্তা ব্যাপারটি অস্বীকার করেছেন।

এদিকে ম্যাচ চলাকালীন এ ব্যাপারটি রেফারি না দেখলেও পরে ভিডিও ফুটেজের মাধ্যমে ঘটনাটি শনাক্ত করা হয়।

এ মৌসুমে ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেয়া কস্তা এখন পর্যন্ত ব্লুজদের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৭টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।