ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চিলির বিপক্ষে নামবে নেইমাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
চিলির বিপক্ষে নামবে নেইমাররা ছবি: সংগৃহীত

ঢাকা: গত বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছিল চিলি। নকআউট পর্বের ম্যাচে পেনাল্টি শুটআউটে চিলিকে কাঁদিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল স্বাগতিকরা।

অ্যালেক্সিজ সানচেজের দলটির বিপক্ষে বিশ্বকাপের পর প্রথমবারের মতো আবারো প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে নেইমারের ব্রাজিল।

চিলি ও ব্রাজিল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আগামী ২৯ মার্চ মাঠে নামবে। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনালের হয়ে খেলা সানচেজ এ মৌসুমে রয়েছেন দারুণ ফর্মে। গত বিশ্বকাপে ছিলেন অসাধারণ ছন্দে, যা ধরে রেখেছেন ক্লাব পর্যায়ে। এদিকে, নেইমারও বার্সেলোনার হয়ে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। ব্রাজিলের অস্কার, উইলিয়ান আর ডেভিড লুইজরা ক্লাবের হয়ে খেলে চলেছেন অপ্রতিরোধ্য হয়ে। তাই বলা চলে ফুটবল বিশ্ব আরেকটি হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় থাকবেন।

বিশ্বকাপের হতাশা ঝেড়ে ফেলতে ব্রাজিল ফুটবল ফেডারেশন দায়িত্ব তুলে দিয়েছে কার্লোস দুঙ্গার হাতে। আর দুঙ্গা তার জাদুকরী হাতে দলকে নিয়ে চলেছেন বিশ্বসেরাদের কাতারে। বিশ্বকাপের পর তার অধীনে ব্রাজিল হারিয়েছে বিশ্বমঞ্চের রানার্সআপ আর্জেন্টিনাকে। এছাড়া নেইমার বাহিনী হারিয়েছে ইকুয়েডর, কলম্বিয়া, জাপান, অস্ট্রিয়া আর তুরস্কের মতো দলকে।

দলের সেরা ফর্মের মধ্যে নিজের ব্যক্তিগত ফর্ম ধরে রেখেছেন ব্রাজিল দলপতি নেইমার। দেশটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এরই মধ্যে উঠে গেছেন পঞ্চম স্থানে। ২২ বছর বয়সী ব্রাজিলের এ ফুটবল ক্ষুদে জাদুকর দেশের জার্সি গায়ে করেছেন ৬০ ম্যাচে ৪২ গোল।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।