ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক গোলে এগিয়ে মালয়েশিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
এক গোলে এগিয়ে মালয়েশিয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: শনিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা জাতীয় দল ও মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে পাওয়া গোলে এগিয়ে রয়েছে মালয়েশিয়া।



ম্যাচের শুরু থেকেই উভয় দল হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না কেউ। তবে প্রথমার্ধে মালয়েশিয়া বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা।

ওদিকে শ্রীলঙ্কার একটি শট গোলবারে লেগে ফিরে আসে। কিন্তু ইনজুরি টাইমের শুরুতেই ডি বক্সের মধ্যে হ্যান্ডবল হয় শ্রীলঙ্কার মাদুসানের। ফলে পেনাল্টির নির্দেশ দেয় রেফারি। পেনাল্টি থেকে গোল করে মালয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেয় ফরোয়ার্ড সাইরুল আজওয়ারি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মালয়বাহিনী।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।