ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হারের শোধ নিতে মাঠে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
হারের শোধ নিতে মাঠে নামছে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শুরুটা জয় দিয়ে শুরু হলেও পরের ম্যাচেই রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরে বসে রিয়াল মাদ্রিদ। আজ আবারো সোসিয়েদাদের মুখোমুখি হচ্ছে কার্লো আনচেলত্তির রিয়াল।

বাংলাদেশ সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হবে।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ক্রিস্টিয়ানো রোনালদোকেই ছাড়াই মাঠে নামতে হবে গ্যালাকটিকোদের। দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে পরের ম্যাচেও খেলতে পারবেন না ব্যালন ডি’অর জয়ী রোনালদো। তার অনুপস্থিতিতে লা লিগায় অভিষেক ঘটতে পারে ব্রাজিলিয়ান লুকাস সিলভার।

রোনালদো ছাড়াও উরুর ইনজুরির কারণে মিডফিল্ডার লুকা মদ্রিচ খেলতে পারবেন না। উল্লেখ্য, সোসিয়েদাদের সঙ্গে সর্বশেষ ১১ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে রিয়াল। তবে, এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জেতায় সোসিয়েদাদ যে রিয়ালকে ছেড়ে কথা বলবে না, তা বলার অপেক্ষা রাখেনা।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে অনেক পিছিয়ে সোসিয়েদাদ। এখন পর্যন্ত ১৯ ম্যাচ শেষে ১৬টি জয় ও তিন পরাজয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে পাঁচ জয়, সাত ড্র ও আট পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে সোসিয়েদাদ। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা ও ৪৪ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।