ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদো ছাড়াই রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
রোনালদো ছাড়াই রিয়ালের সহজ জয়

ঢাকা: মৌসুমের শুরুটা জয় দিয়ে শুরু হলেও পরের ম্যাচেই রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-২ গোলের ব্যবধানে হেরে বসে রিয়াল মাদ্রিদ। আবারো সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল।

রিয়ালের প্রাণভোমরা পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই ৪-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোকেই ছাড়াই মাঠে নামতে হয় গ্যালাকটিকোদের। দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে পরের ম্যাচেও খেলতে পারবেন না ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

ম্যাচের প্রথম মিনিটেই গোল করে লিড নেয় রিয়ালের মাঠে আতিথ্য নেওয়া সোসিয়েদাদ। আর্তিজ এলুসতোনদোর গোলে এগিয়ে যায় অতিথিরা। রুবেন পারাদোর অ্যাসিস্টে গোল করেন আর্তিজ। ফলে, ১-০তে এগিয়ে দারুণ শুরু করে সোসিয়েদাদ। তবে, লিড দুই মিনিটের বেশি ধরে রাখতে পারেনি ডেভিড ময়েসের ছাত্ররা। ম্যাচের তিন মিনিটের মাথায় সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। দলকে সমতায় ফেরাতে গোল করেন রিয়ালের কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। ব্রাজিল তারকা মার্সেলোর অ্যাসিস্টে গোলটি করেন রদ্রিগেজ।

খেলার ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন রিয়ালের আরেক তারকা সার্জিও রামোস। দুই মিনিট পরেই কাউন্টার অ্যাটাক থেকে আবারো গোলের সুযোগ তৈরি করেছিল রিয়াল মাদ্রিদ। তবে, করিম বেনজেমা আর গ্যারেথ বেলের প্রচেষ্টা এক্ষেত্রে ব্যর্থ হয়।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে স্বাগতিক হিসেবে খেলতে নামা রিয়াল মাদ্রিদ ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটের মাথায় আবারো ব্যবধান বাড়ায় রিয়াল। এবারে গোল করেন ফরাসি তারকা বেনজেমা। গ্যারেথ বেলের সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলে গোলটি করেন বেনজেমা। চার মিনিট পরেই আরও একটি সহজ সুযোগ নষ্ট হয় রিয়ালের। বেনজেমাকে বাড়িয়ে দেওয়া বলে পা ছোঁয়ালেই নিজের দ্বিতীয় আর দলের চতুর্থ গোল পেয়ে যেতেন বেনজেমা।

তবে, খেলার ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা ঠিকই পেয়ে গেছেন বেনজেমা। ইসকোর অ্যাসিস্টে গোলটি করেন বেনজেমা। তবে, ম্যাচে গোলের সবথেকে সহজ সুযোগ পেয়েছিল রিয়ালের বেল। ৮১ মিনিটের মাথায় সোসিয়েদাদের ডিফেন্সের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ওয়েলস তারকা। তিন মিনিট পরেই কারভাজাল সোসিয়েদাদের গোলরক্ষককে ফাঁকি দিতে না পারায় আবারো গোলের মিসের হতাশায় পড়ে রিয়াল মাদ্রিদ।

এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে এককভাবে শীর্ষেই রইল রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচ খেলে ১৭ জয়ের পাশাপাশি ৩ ম্যাচ হেরে ৫১ পয়েন্ট সংগ্রহ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।