ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানইউ আর লিভারপুলের প্রত্যাশিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ম্যানইউ আর লিভারপুলের প্রত্যাশিত জয়

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড আর ব্রেন্ডন রজার্সের লিভারপুল। ম্যানইউ ৩-১ গোলে হারিয়েছে লিয়েস্টার সিটিকে।

আর অপর ম্যাচে ওয়েস্টহাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

ম্যানইউ তাদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আতিথ্য দিয়েছিল লিয়েস্টার সিটিকে। স্বাগতিকদের হয়ে গোল করেন রবিন ফন পার্সি আর রাদামেল ফ্যালকাও। দলের অপর গোলটি আসে আত্মঘাতী। আর লিয়েস্টার সিটির একমাত্র গোলটি করেন ওয়াসেলিস্কি।

ম্যাচের ২৭ মিনিটে পার্সির গোলে লিড নেয় ম্যানইউ। ড্যালি ব্লাইন্ডের অ্যাসিস্টে গোল করেন পার্সি। ৩২ মিনিটের মাথায় দলের লিড দ্বিগুন করেন রাদামেল ফ্যালকাও। আর আত্মঘাতী গোলের সুবাদে ম্যানইউ তৃতীয় গোলটি পায়। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে ফন গালের শিষ্যরা বিরতিতে যায়।

বিরতির পরে ম্যাচের ৮০ মিনিটে লিয়েস্টার সিটির একমাত্র গোলটি করেন ওয়াসেলিস্কি। ফলে, ৩-১ ব্যবধানের পরাজয় মেনে নেয় অতিথিরা। আর এ জয়ের পর ২৩ ম্যাচ খেলা ম্যানইউ পয়েন্ট টেবিলের তিনে চলে আসে। ১২ ম্যাচে জয়ের পাশাপাশি তাদের রয়েছে ৭টি ড্র আর ৪টি পরাজয়।

এদিকে, দিনের অপর ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে জয় পেয়েছে লিভারপুল। ৫১ মিনিটের মাথায় রাহিম স্টারলিং আর ৮০ মিনিটে ড্যানিয়েল স্টুরিজের গোলে ওয়েস্টহামের বিপক্ষে জয় পায় তারা। ফলে, ২৩ ম্যাচ খেলা লিভারপুলের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৩৮। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে ওয়েস্টহাম।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।