ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসির খেলার কৌশলে হতাশ পেলেগ্রিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
চেলসির খেলার কৌশলে হতাশ পেলেগ্রিনি ম্যানুয়েল পেলেগ্রিনি / ছবি : সংগৃহীত

ঢাকা: চেলসির বিপক্ষে জিতলেই তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে অানতে পারত ম্যানচেস্টার সিটি। কিন্তু, স্ট্যামফোর্ড ব্রিজ থেকে ১-১ গোলের ড্র নিয়ে বাড়ি ফেরে সিটিজেনরা।

তবে, জয়বঞ্চিত হওয়ার জন্য চেলসির রক্ষনাত্মক কৌশলকেই দায়ী করেছেন ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।

গতকালের ম্যাচে প্রথমার্ধের ৪১ মিনিটে লইক রেমির গোলে লিড নেয় স্বাগতিক চেলসি। এর চার মিনিট পরেই স্প্যানিশ তারকা ডেভিড সিলভার গোলে সমতায় ফেরে ম্যানসিটি। নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর গোলের দেখা পায়নি। ফলে, উভয় দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

পেলেগ্রিনি বলেন, ‘আমরা জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। কিন্তু, প্রতিপক্ষের অতি রক্ষনাত্মক কৌশলের কারণেই গোলের সুযোগ কম তৈরি হয়েছে। তারা প্রথমে লিড নিলেও এরপর গোলপোস্টে মাত্র একটি শট নিতে পেরেছে। পুরো ম্যাচজুড়ে তারা নিজেদের রক্ষন নিয়েই ব্যস্ত ছিল। ’

ম্যানসিটি কোচ আরো বলেন, ‘চেলসি মূলত ছোট দলগুরোর মতো কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলেছে। আমরা খেলা শুরুর প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত গোল দেওয়ার চেষ্টা করেছি। তাদের ডিফেন্সিভ কৌশলেই সব পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু, প্রথমার্ধে কয়েকটি পরিস্কার সুযোগ মিস না করলে ফলাফলটা অন্যরকম হতে পারত। ’

উল্লেখ্য, পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত ২৩ ম্যাচ শেষে ১৬ জয়, পাঁচ ড্র ও দুই পরাজয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। সমান ম্যাচে ১৪ জয়, ছয় ড্র ও তিন পরাজয়ে ৪৮ পয়েণ্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। ৪৩ পয়েন্ট নিয়ে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘন্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।