ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আলজেরিয়াকে হারিয়ে সেমিতে আইভরিকোস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
আলজেরিয়াকে হারিয়ে সেমিতে আইভরিকোস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকান কাপ অব ন্যাশনসের কোয়ার্টার ফাইনালে আলজেরিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আইভরিকোস্ট। সেমিতে ত‍াদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো(ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্যা কঙ্গো)।



আইভরি কোস্টের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার উইলফ্রাইড বনি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির এই তারকার নৈপুণ্যেই সেমিতে পৌঁছে যায় ‘দ্যা এলিপ্যান্টস’ খ্যাত আইভরিকোস্ট। প্রথমার্ধের ২৬ মিনিটে ম্যাক্স এলিয়ান গ্রাদেলের অ্যাসিস্ট থেকে গোলের সূচনা করেন বনি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় এলিপ্যান্টসরা।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে রিয়াদ মাহরেজের অ্যাসিস্ট থেকে আলজেরিয়াকে সমতায় ফেরান স্ট্রাইকার এল সোউদানি। কিন্তু, ৬৮ মিনিটে ম্যানসিটি তারকা ইয়াইয়া তোরের অ্যাসিস্ট থেকে বনি নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন। এরপর ম্যাচ ফেরার শত চেষ্টা করেও পেরে উঠেনি আলজেরিয়ান ফুটবলাররা।

ম্যাচের একেবারে শেষমুহূর্তে আলজেরিয়ার বুকে শেষ পেরেকটি ঠুকে দেন রোমার স্ট্রাইকার গারভিনহো। সেইসঙ্গে আলজেরিয়ার ড্র করে অতিরিক্ত সময়ে খেলা গড়ানোর স্বপ্ন বৃথা যায়। নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়ানরা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।