ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীতে সবই সম্ভব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীতে সবই সম্ভব ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে বার্সেলোনার তারকা ফুটবলার ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার, রাফিনহা আর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোলে দুই বার পিছিয়ে পড়েও জয় পায় লুইস এনরিকের দল। ম্যাচ শেষে রাফিনহা জানালেন, মেসি, নেইমার আর সুয়ারেজ দলে থাকলে সব কিছুই সম্ভব।



টানা ১৮ ম্যাচ জয়ী ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের প্রথমে পিছিয়ে পড়ে বার্সা। সেখান থেকে নেইমারের গোলে সমতায় ফেরে কাতালানরা। আবারো ভিয়ারিয়াল লিড নিলে দলকে দ্বিতীয়বারের মতো সমতায় ফেরান রাফিনহা। আর দলের জয়সূচক গোলটি করেন মেসি।

ব্রাজিলিয়ান রাফিনহা বলেন, ম্যাচে আমরা দু’বার পিছিয়ে পড়েছিলাম। মাঠেই ভাবতে শুরু করি ম্যাচটি আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ব্যক্তিগত ভাবে এ ম্যাচটি আমার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। কিছু একটা করতে চেয়েছিলাম। ভাগ্য ভালো যে শেষ মুহূর্তে দিনটি আমাদেরই হয়।

তিনি আরও যোগ করেন, আমরা খুব দ্রুতই ম্যাচে সমতা ফিরিয়ে এনেছিলাম। আর তারপরই মেসির গোলে আমরা ম্যাচে ফিরে আসি। তখন ভাবতে থাকি দলে মেসি, নেইমার আর সুয়ারেজের মতো ফুটবলার থাকলে যে কোনো কিছু করাই সম্ভব।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে এক পয়েন্ট কম নিয়ে মেসিদের সংগ্রহ ৫০ পয়েন্ট। ২১ ম্যাচ খেলে বার্সা ১৬ ম্যাচে জয়, দুটি ম্যাচে ড্র আর তিনটি ম্যাচে হেরেছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।