ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হলো জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা-২০১৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
শুরু হলো জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা-২০১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা-২০১৫ মঙ্গলবার হতে চুয়াডাঙ্গা ও রাজশাহী ভেন্যুতে শুরু হয়েছে।

চুয়াডাঙ্গা ভেন্যুর অনুষ্ঠিত প্রথম খেলায় এমএ বারী সরকারী মাধ্যমিক বিদ্যালয়, চুয়াডাঙ্গা ৪-০ গোলে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মেহেরপুর কে পরাজিত করে।



দ্বিতীয় খেলায় মাগুরা পুলিশ লাইনস স্কুল ২-১ গোলে ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়, ঝিনাইদাহ কে পরাজিত করে।

আর তৃতীয় খেলায় মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় ৪-০ গোলে নগরবাথান উচ্চ বিদ্যালয় ঝিনাইদাহ কে পরাজিত করে। চতুর্থ খেলায় ভি.জে সরকারী উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা ৪-০ গোলে কুষ্টিয়া জেলা স্কুলকে পরাজিত করে।

অপর দিকে, রাজশাহী ভেন্যুর প্রথম খেলায় কোমরপুর উচ্চ বিদ্যালয়, পাবনা ৪-০ গোলে লালোর উচ্চ বিদ্যালয় নাটোর কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় আল হিকমা উচ্চ বিদ্যালয় রাজাশাহী ৫-১ গোলে ফায়েজুল্লাহ উচ্চ বিদ্যালয় বগুড়াকে পরাজিত করে। তৃতীয় খেলায় দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়, রাজশাহী ২-২ রিভারভিউ উচ্চ বিদ্যালয় রাজশাহীর সাথে ড্র করে। আর খঞ্চনপুর উচ্চ বিদ্যালয় জয়পুরহাট ৯-০ গোলে কাওমী জুটমিল উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ কে পরাজিত করে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।