ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইউরোপের গোলমেশিন রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ইউরোপের গোলমেশিন রিয়াল ছবি : সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ যে ইউরোপের শীর্ষ ক্লাবের মধ্যে অন্যতম তা নিঃসন্দেহেই বলা যায়। এ মৌসুমে গ্যালাকটিকোরা আরো একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এখন পর্যন্ত ইউরোপের পাঁচটি শীর্ষ লিগের দলগুলোর মধ্যে সর্বোচ্চ গোলস্কোরারের তকমাটাও রিয়ালের দখলে।

লা লিগায় এ মৌসুমে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিয়েছে রোনালদো-বেনজেমার রিয়াল। এখন পর্যন্ত ২০ ম্যাচে ৬৮টি গোল আদায় করেছে লস ব্লাঙ্কসরা। ইউরোপ চ্যাম্পিয়নরা ম্যাচ প্রতি ৩.৪০ গড়ে গোল দিয়েছে। তাদের নিকটতম প্রতিপক্ষ বার্সা ২১ ম্যাচ শেষে ২.৭১ গড়ে ৫৭টি গোল আদায় করেছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসি ২৩ ম্যাচ শেষে ২.২৬ গড়ে ৫২ গোল করেছে। সমান ম্যাচে ব্লুজদের পরেই ম্যানচেস্টার সিটি ২.০০ গড়ে ৪৬ গোল আদায় করেছে। ১.৭০ গড়ে ৩৯টি গোল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুন্দেস লিগায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ এখন পর্যন্ত ১৮ ম্যাচ শেষে ২.৩৩ গড়ে ৪২ গোল আদায় করেছে। ২১ ম্যাচ শেষে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের গোলসংখ্যা ২.১০ গড়ে ৪৪টি। ফ্রেঞ্চ লিগে প্রতিপক্ষের জালে ২৩ ম্যাচে ১.৭৪ গড়ে ৪০ বার বল পাঠিয়েছে পিএসজি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।