ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারো হোঁচট খেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
আবারো হোঁচট খেল বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: হতাশা যেন বায়ার্ন মিউনিখকে পিছু ছাড়ছে না। শালকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

জার্মান জায়ান্টরা এবছরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেও জয়ের দেখা ‍পায়নি। এর আগে বছরের প্রথম ম্যাচেই উলসবার্গের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে হারের লজ্জা পায় রোবেন-রিবেরিরা।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে শুরুতেই একটা ধাক্কা খায় বায়ার্ন। ১৭ মিনিটের মাথায় ডিফেন্ডার জেরম বোয়েটেং ডি-বক্সের মধ্যে শালকের মিডফিল্ডার সিডনি স্যামকে ট্যাকল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেইসঙ্গে পেনাল্টি পেয়ে যায় শালকে। তবে, বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়াল ন্যুয়ারের প্রচেষ্টায় এ যাত্রায় বেছে যায় বায়ার্ন।

দশ জনের দলে পরিণত হওয়া বায়ার্নকে ৬৭ মিনিটের মাথায় লিড এনে দেন আরিয়েন রোবেন। তবে, পাঁচ মিনিট পরেই শালকেকে সমতায় ফেরান বেনেডিক্ট হাউয়েডস। এরপর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি রোবেন-মুলাররা। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

এ ম্যাচে ড্র করলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা অক্ষুন্ন রেখেছে বায়ার্ন। ২৪ বারের চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ১৯ ম্যাচ শেষে ১৪ জয়, চার ড্র ও এক পরাজয়ে ৪৬ পয়েন্ট অর্জন করেছে। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উলসবার্গ। এক ম্যাচ কম খেলা বুরুশিয়া ডর্টমুন্ড মাত্র ১৬ পয়েন্ট নিয়ে একবারে তলানিতে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১০৫৯, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।