ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এগারো নয়, দশ জনের বিপক্ষে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
এগারো নয়, দশ জনের বিপক্ষে লিভারপুলের জয় ছবি : সংগৃহীত

ঢাকা: এফএ কাপের চতুর্থ রাউন্ডে বোল্টন ওয়ান্ডার্সের বিপক্ষে অনেকটা হারতে হারতেই জয় নিয়ে ফিরেছে লিভারপুল। ব্রেন্ডন রজার্সের শিষ্যরা পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেয়েছে।

সেটিও আবার দশ জনের প্রতিপক্ষের বিপক্ষে।

চতুর্থ রাউন্ডের এ ম্যাচে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। স্টিভেন জেরার্ড অ্যাডাম লালানা, রাহিম স্টারলিং আর ফিলিপ কোউতিনহোর প্রচেষ্টাতেও গোলের দেখা মিলছিল না লিভারপুলের। প্রথমার্ধ গোলশুন্য ভাবে শেষ করে দুই দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৯ মিনিটের মাথায় পেনাল্টি লাভ করে স্বাগতিক বোল্টন। আর পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে লিড আদায় করেন গোজনসেন। তবে, ম্যাচের ৬৬তম মিনিটে বেশ বড় ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথমার্ধের ২৯ মিনিটে একবার আর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আরেকবার হলুদ কার্ড দেখায় মাঠের বাইরে চলে যেতে হয় নেইল দানসকে।

আর বোল্টন দশ জনের দলে পরিণত হওয়ার সুযোগটিকে কাজে লাগিয়ে স্বাগতিকদের চেপে ধরে লিভারপুল। খেলার ৮৬ মিনিটে সমতায় ফেরে রজার্স শিষ্যরা। এমরে কানের অ্যাসিস্টে গোল করেন রাহিম স্টারলিং। আর দ্বিতীয়ার্ধের সাত মিনিট অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন লিভারপুলের কোউতিনহো। জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্টে গোলটি করেন কোউতিনহো।

এ জয়ের ফলে পঞ্চম রাউন্ডে উঠল লিভারপুল। পরের রাউন্ডে তাদের খেলতে হবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।