ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিষিদ্ধের চিন্তায় বিরক্ত মার্সেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
নিষিদ্ধের চিন্তায় বিরক্ত মার্সেলো সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের ব্রাজিল তারকা মার্সেলোকে হলুদ কার্ড দেখানোয় বেজায় বিরক্ত হয়েছেন তিনি। রিয়ালের এ লেফটব্যাক জানিয়েছেন, তাকে যে ভাবে হলুদ কার্ড দেখানো হয়েছে তা পুরোপুরি অন্যায্য।

মাঠেও তার বহিপ্রকাশ করেন তিনি।

বুধবার রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামেন মার্সেলো। স্বাগতিক এ তারকাকে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ইগনাসিও ইগলেসিয়াস হলুদ কার্ড দেখান। সেভিয়ার ফুটবলার ভিতোলোকে যেভাবে মার্সেলো ফাউল করেছেন তা রেফারির দৃষ্টিতে ক্ষমার অযোগ্য ছিল।

তবে, মার্সেলো মনে করেন তার প্রতি রেফারি অন্যায্য সিদ্ধান্ত দিয়েছেন। আর রেফারির এ সিদ্ধান্তের ফলে মার্সেলোকে পরের ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে। রিয়াল পরের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে। ডার্বি এ ম্যাচে মার্সেলো থাকতে পারবেন কি না, এখনো তা জানা যায়নি।

ম্যাচ শেষে মার্সেলো বলেন, আমি দলের জয়ে খুশি। কঠিন মুহূর্তেও আমরা পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছি। আর ম্যাচে আমাকে হলুদ কার্ড দেখানোয় আমি রাগান্বিত নই। কারণ সেখানে আমার কোনো দোষ ছিল না। আমি ভিতোলোকে কোনো রকম স্পর্শ করি নি, যা আমরা সবাই দেখেছি।

২৬ বছর বয়সী মার্সেলো আরও বলেন, আমি হয়তো পরের ম্যাচেও রিয়ালের হয়ে মাঠে নামতে পারব। তবে, নিশ্চিত নই আমার ভাগ্যে কি ঘটতে চলেছে। রিয়ালের হয়ে সব ম্যাচ আমি খেলতে চাই। আর আশা করছি পরের ডার্বি ম্যাচেও আমি থাকব।

মার্সেলো ২০০৭ সালে ফ্লুমিনেন্সের থেকে রিয়ালে নাম লেখান। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি ২১৭ ম্যাচ খেলেছেন। আর ব্রাজিলের জার্সি গায়ে মার্সেলো ৩৭ ম্যাচে মাঠে নেমেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।