ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে মালয়েশিয়া ছবি: শেখ নাছির/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যুবারা। তবে, সিঙ্গাপুরকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে মালয়েশিয়া।



প্রথম থেকেই দুই দল আক্রমণ, পাল্টা-আক্রমণে খেলতে থাকে। তবে, গোলের দেখা পায়নি কোনো দলই। প্রথমার্ধ গোলশুন্য ভাবেই শেষ হয়।

বিরতির পরে ম্যাচের ৫৪ মিনিটে লিড নেয় মালয়েশিয়া। কুমারনের গোল এগিয়ে যায় মালয়রা। খেলার ৮৩ মিনিটে সিঙ্গাপুরের স্ট্রাইকারের একটি হেড গোলবারে লেগে উপর দিয়ে চলে যায়। ফলে, সমতায় ফেরা সম্ভব হয়নি দলটির।

ম্যাচের শেষ দিকে আরও কিছু গোলের সুযোগ নষ্ট হয় মালয়েশিয়ার। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলবারের ডান পাশ দিয়ে একটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি মালয়েশিয়া। এর এক মিনিট পর মোহাম্মদ ফয়সাল ডান দিক থেকে বাড়ানো বল পেয়েও পা লাগাতে ব্যর্থ হলে ব্যবধান বাড়াতে পারেনি মালয়েশিয়া।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়রা। আগামী ৮ ফেব্রুয়ারির ফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

মালয়েশিয়া ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে। ২ খেলায় পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে তারা। প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিয়ে ১-০ গোলে হারায় স্বাগতিক বাংলাদেশকে। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে ২-০ গোলে।

অপরদিকে ‘বি’ গ্রুপের ভাগ্যবান দল সিঙ্গাপুর। ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে এবং কোনো ম্যাচ না জিতেই সেমির টিকেট নিশ্চিত করে তারা। প্রথম ম্যাচে তারা বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয় থাইল্যান্ডের কাছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।