ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শীর্ষে তোরেস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
শীর্ষে তোরেস! ফার্নান্দো তোরেস

ঢাকা: উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটের জরিপে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর শীর্ষ ফুটবলার নির্বাচিত হয়েছেন ফার্নান্দো তোরেস। এসি মিলান থেকে ধারে দ্বিতীয়বারের মতো শৈশবের ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন ‘এল নিনো’ খ্যাত তোরেস।



উয়েফার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫০ মিলিয়ন সমর্থক জরিপে অংশগ্রহণ করেছেন। তাদের ভোটের ভিত্তিতেই তোরেসের অ্যাতলেতিকোতে ফেরাটা সেরা চুক্তি বলে বিবেচিত হয়। এক মাসের এই দলবদলের বাজারে তোরেস ছাড়াও আরো অনেক ফুটবলার বিভিন্ন ক্লাবে পাড়ি জমিয়েছেন।

শীর্ষ পাঁচজন ফুটবলারের মধ্যে তোরেসের পরেই আছেন উইলফ্রেড বনি, সেইডু ডম্বিয়া, জার্দান শাকিরি ও আন্দ্রে শুরলে। বনি সোয়ানসি সিটি থেকে ম্যানচেস্টার সিটি, ডম্বিয়া সিএসকে মস্কো থেকে রোমা, শাকিরি বায়ার্ন মিউনিখ থেকে ইন্টার মিলান ও শুরলে চেলসি থেকে জার্মান ক্লাব উলসবার্গে পাড়ি জমিয়েছেন।

উল্লেখ্য, কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে রিয়ালের বিপক্ষে তোরেসের প্রত্যাবর্তন ঘটে। ঐ ম্যাচে কোনো গোল না পেলেও দ্বিতীয় লেগের ম্যাচে তার দুই গোলেই রিয়ালকে বিদায় জানায় অ্যাতলেতিকো। লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচে তিন গোল করেছেন তোরেস।

বাংলাদেশ সময়: ২১১২ ঘন্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।