ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আফ্রিকান ফাইনালে ঘানা, স্টেডিয়াম রণক্ষেত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
আফ্রিকান ফাইনালে ঘানা, স্টেডিয়াম রণক্ষেত্র

ঢাকা: আফ্রিকা ন্যাশান কাপের সেমি-ফাইনালে মাঠে নেমেছিল ঘানা ও স্বাগতিক ইকুটোরিয়াল গিনি। তবে ঘরের মাঠের সমর্থকদের উগ্র আচরণের কারণে খেলার ৮৩ মিনিটে ম্যাচ রেফারি খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।

পুরো স্টেডিয়াম পরিণত হয় রণক্ষেত্র।

জর্দান আয়ুই, ওয়াকাওস মুবারক ও আন্দ্রে আয়ুই’র গোলে ৩-০ তে এগিয়ে ছিল ঘানা। তবে স্বাগতিক সমর্থকরা এরপর সফরকারি সমর্থকদের উপর বোতল নিক্ষেপ করতে থাকে। পরে ঘানা সমর্থকরা নিজেদের নিরাপত্তার জন্য রেফররির দিকে দৌড়ে যায়। আর রেফরি ম্যাচ পরিত্যাক্ত করে।

পরে গিনি সমর্থকরা বিভিন্ন পদার্থ মাঠ ও ম্যাচ অফিসিয়ালদের দিকে নিক্ষেপ করতে থাকে। তবে ‌এর কিছুক্ষন পরে পুলিশ ও হেলিকপ্টারের মাধ্যমে উগ্র সমর্থকদের হিংস্রতা দমন করা হয়।

এদিন খেলার ৪২, প্রথমার্ধের অতিরিক্ত সময় ও খেলার ৭৫ মিনিটের গোলে আইভরি কোস্টের বিপক্ষে ফাইনাল নিশ্চিত করে ঘানা। এর আগে এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক হলে খেলা আবারো শুরু হয় আর নির্ধারিত সময় শেষে খেলা নিশ্পত্তি হয়।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।