ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আলোচিত জাহিদের টার্গেট ‘ফাইনাল’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
আলোচিত জাহিদের টার্গেট ‘ফাইনাল’ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাথার উপর ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ! কিন্তু তাই বলে থেমে নেই দেশ সেরা উইঙ্গার জাহিদ হোসেন। বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ন ম্যাচে তার অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের কারণে মিলল ম্যাচ সেরার পুরস্কার।

ম্যাচে অনবদ্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আবারো আলোচনায় জাহিদ হোসেন।

পুরস্কার হাতে পোজ দিচ্ছেন জাহিদ! হাতে ম্যাচ সেরা পুরস্কার! কিন্তু মনে কি খানিকটা দুঃখ আছে এই উইঙ্গারের? প্রশ্ন করতেই বলল, ' না না। আমি এসব নিয়ে চিন্তিত নই। আমি ভাই খেলতে চাই। এখনও আমার ক্ষুধা মেটেনি। কোয়ার্টার-সেমিফাইনালের জন্য খেলছি না, টার্গেট ফাইনাল। '

উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের কারণে গত মৌসুমে মোহামেডান একাধিকবার কারণ দর্শানোর চিঠি দিলেও তা আমলে নেননি জাহিদ। পরে বাফুফে ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দিয়েছিল জাহিদকে। মোহামেডান থেকে ২০১৩-১৪ মৌসুমে নেয়া পারিশ্রমিক ৩৩ লাখ টাকার অর্ধেক সাড়ে ১৬ লক্ষ টাকা বাফুফের মধ্যস্থতায় ফেরত দেয়ার নির্দেশ ছিল।

তবে, নির্ধারিত সময় শেষে ক্লাবের সঙ্গে সমঝোতা না করায় কঠিন দন্ড পান তিনি। ৫ জানুয়ারি নেয়া বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর ৪ জানুয়ারি পর্যন্ত দেশে বা দেশের বাইরের অন্য কোন ক্লাবের পক্ষে চুক্তি স্বাক্ষর করতে পারবেন না এই দেশসেরা উইঙ্গার।

এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জাহিদের নিষেধাজ্ঞার পানি কোন পথে গড়ায়!

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।