ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে নামছে রিয়াল-অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
মাঠে নামছে রিয়াল-অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট দুই নগড় প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আর অ্যাতলেতিকো মাদ্রিদ মাঠে নামছে আর কিছুক্ষন পর। অ্যাতলেতিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে লা লিগার দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এ দু’দল।



বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে ম্যাচটি।

গত বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরে গিয়েছিল দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে, গত ১৩ সেপ্টেম্বর রিয়ালের ঘরের মাঠে লা লিগার প্রথম লেগে ২-১ গোলে জয় নিয়ে ফেরে অ্যাতলেতিকো।

এখানেই শেষ নয় অ্যাতলেতিকোর প্রতিশোধের মিশন। এ বছরও রিয়ালকে কোনো ছাড় দেয়নি অ্যাতলেতিকো। মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর ঘরের মাঠে ১-০ গোলে জিতে শিরোপা নিজেদের করে নেয় অ্যাতলেতিকো।

কোপা দেল রে’র দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জয় পায় অ্যাতলেতিকো। বিদায় করে দেয় রিয়ালকে।

প্রতিশোধের নেওয়ার বাকি আছে রিয়ালের। তবে, এ ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নামতে পারছেন না লুকা মদ্রিচ, জেমস রদ্রিগেজ আর সার্জিও রামোসরা। আর দুই ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে মাঠে নামবেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।