স্টেডিয়াম থেকে: 'টিকিট টিকিট টিকিট চাই' গতকাল বাফুফের সামনে ঠিক এভাবেই মিছিল করতে দেখা গেছে অনেককেই। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে আসে সবাই।
বাফুফের একটি সূত্র থেকে জানা যায় এর মধ্যেই বিক্রি হয়ে গেছে ৬ হাজার টিকিট। একে একে মহানগরী ফুটবল লিগ কমিটির অফিস, দুটি টিকেট কাউন্টার থেকে উধাও 'টিকিট'। সোনা-রুপা নয় এ এক অন্য ধাতু দিয়ে তৈরি হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকিট। নির্ধারিত বুথে টিকিট না থাকলেন ম্যাচ শুরুর ৫ মিনিট আগেও টিকিট পাওয়া গেছে স্টেডিয়ামের সামনে!
আরফান আহমেদ নামে একজন জানালেন, 'দশটি গ্যালারি টিকিট ১৫০০ টাকায় কিনলাম ভাই। ' কিন্তু ৮০ টাকা করে এই দশটি টিকিটের মূল্য হওয়ার কথা মাত্র ৮০০ টাকা।
এ সম্পর্কে বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকিট, গেট ম্যানেজমেন্ট ও সিটিং সাব কমিটির চেয়ারম্যান ও সাবেক ফুটবলার শেখ আসলামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, 'এখনও কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে শুনে আমি দুঃখিত। আমি এই কমিটির চেয়ারম্যান হিসেবে অবশ্যই ব্যর্থ। আপনি এই কথাই লিখে দিন। আসলে সর্ষের মধেই ভূত আছে। ’
তিনি আরো বলেন, 'গতকাল মোট ১৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। আজও চার হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। অনেক টিকিটই আমাদের বিনামূল্যে স্পন্সর, টাইটেল স্পন্সরদের দিতে হয়েছে। এছাড়া সরকারী ও বেসরকারী গুরুত্বপূর্ন প্রায় সকল যায়গায় আমরা টিকিট দিয়েছি। '
টিকিট, গেট ম্যানেজমেন্ট ও সিটিং সাব কমিটির চেয়ারম্যান যদি এ ধরণের কথা বলেন তাহলে সাধারণ দর্শকের কি হবে!
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫