ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইচ্ছা পূরণ হলো না জাহিদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ইচ্ছা পূরণ হলো না জাহিদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ ফাইল ফটো

ঢাকা: ম্যাচের পাঁচ মিনিটের মাথায় দেশ সেরা উইঙ্গার জাহিদ হোসেন আঘাত পেয়ে মাঠ ছাড়েন। পরে তার সেবায় এগিয়ে আসেন বাংলাদেশ দলের ফিজিও সাইফুজ্জামান চয়ন।

কিন্তু, আঘাত বেশী হওয়ার কারণে জাহিদের আর মাঠে নামা হয়নি।

ম্যাচের ১৩ মিনিটে জাহিদের বদলি হিসেবে মাঠে নামেন আরেক উইঙ্গার আবদুল বাতেন।

‘আমরা ফাইনাল জিতব। আর ফাইনাল জেতার জন্য আমাদের যা করার দরকার আমরা তা করব। আমি টুনার্মেন্টের সেরা খেলোয়াড় হতে চাই। ’ শনিবার নিজের ফেসবুকে এমনটাই লিখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতী উইঙ্গার জাহিদ।    

উল্লেখ্য, সেমিফাইনাল ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার উঠে জাহিদের হাতে। আগের ম্যাচের সেরা ফুটবলারকে ছাড়া বাংলাদেশ দল শিরোপা জিততে পারবে কিনা সেটি নির্ধারিত সময় শেষেই পরিষ্কার হবে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।