ঢাকা: ফেঞ্চ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল অলিম্পিক লিঁওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের প্রায় বিশ মিনিট আগে জ্লাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলে সমতায় ফেরে পিএসজি।
লিঁওর মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমনে যায় পিএসজি। তবে, গোলের দেখা পাচ্ছিল না কাভানি-ইব্রাহিমোভিচরা। উল্টো ৩১ মিনিটের মাথায় এক গোলে পিছিয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিঁওর হয়ে গোলটি করেন ক্যামেরুন স্ট্রাইকার ক্লিনটন এঞ্জি।
ম্যাচে ফেরার জন্য আক্রমনের গতি বাড়ায় পিএসজি। ইব্রাহিমোভিচের একটি নিশ্চিত গোলের সুযোগ বাঞ্চাল করে দেন লিঁওর গোলরক্ষক অ্যান্থোনি লোপেজ। এই পর্তুগিজ গোলরক্ষকই পিএসজির সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ান। সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ ছাড়াও এডিনসন কাভানি কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেন।
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। যদিও রেফারির এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান ইব্রাহিমোভিচ। এরপর কোনো দলই আর লিড নিতে পারেনি। তাই দু’দলকেই পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত ২৪ ম্যাচ শেষে ১৩ জয়, ৯ ড্র ও দুই পরাজয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে পিএসজি। সমান পয়েণ্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে অলিম্পিক মার্শেই। পঞ্চাশ পয়েন্ট নিয়ে শীর্ষে অরিম্পিক লিঁও।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫