ঢাকা: বিশ্বফুটবলের ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুটি অনন্য নাম। শত বছর ধরে এই দুটি ক্লাব চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খ্যাত।
অতীতের যেকোনো সময়ের চেয়ে সাম্প্রতিক সময়ের এল ক্লাসিকোর উত্তাপ অনেক বেশি। ৯০ মিনিটের একটি ম্যাচেই হাজির হয় বিশ্বফুটবল প্রেমীদের চোখ জোড়া। এ বছরের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী মার্চের ২২ তারিখ।
স্পেনের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াই বহু আগেই পরিচিতি পেয়েছে ক্লাব ফুটবলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হিসেবে। নতুন বছরের ২২ মার্চ এ দুটি ক্লাব লা লিগার দ্বিতীয় লেগে মাঠে নামবে। আর এ ম্যাচকে সামনে রেখে সময় ঘোষিত হয়েছে। স্থানীয় সময় রাত ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
এবারের এল ক্লাসিকো খ্যাত রিয়াল আর বার্সার মহারণের ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে। প্রথম লেগের ম্যাচটি হয়েছিল রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। সে ম্যাচে ৩-১ গোলের পরাজয় মেনে নেয় লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেজের বার্সা।
স্বাগতিক হিসেবে খেলতে নেমে ম্যাচের ৪ মিনিটের মাথায় সে ম্যাচে নেইমার গোল করলে পিছিয়ে পরে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, জেমস রদ্রিগেজ আর গ্যারেথ বেলের রিয়াল। তবে, রোনালদো, পেপে আর বেনজেমার গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৫