ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদো অন্য গ্রহের আর ন্যুয়ের বিস্ময়কর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
রোনালদো অন্য গ্রহের আর ন্যুয়ের বিস্ময়কর ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের লিজেন্ড ফুটবলার জিনেদিন জিদান মনে করেন, রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো অন্য গ্রহের ফুটবলার। তার মতে, বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের বিস্ময়কর একজন ফুটবলার।



এবারের ব্যালন ডি অরে’র তিনজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন রোনালদো, ন্যুয়ের আর মেসি। তবে, মেসি আর ন্যুয়েরকে টপকে এবারের ব্যালন ডি অরে’র পুরস্কার নিজের করে নেন রোনালদো। টানা দুইবার এ পুরস্কার জিতেন।

জিদান বিশ্বাস করেন, এবারের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোকে খেলতে হবে ন্যুয়েরের বিপক্ষে। তবে তার আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে রোনালদোর রিয়ালকে খেলতে হবে শালকের বিপক্ষে।

এ প্রসঙ্গে রিয়ালের জুনিয়র দলের কোচ জিদান বলেন, আমি বলতে চাই শালকে সে ম্যাচে আমাদের সঙ্গে পেরে উঠবে না। তবে, ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন আর রিয়ালের ফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু, এ প্রশ্নের উত্তরে জিদান বলেন, এ দুই ক্লাবের মধ্যে ফাইনাল হওয়াটাই যুক্তিযুক্ত। কারন দুটি দলেই রয়েছে বিশ্বসেরা দুই ফুটবলার। রিয়ালের রয়েছে অন্য গ্রহ থেকে আসা রোনালদো আর বায়ার্নের রয়েছে বিস্ময়কর গোলরক্ষক ন্যুয়ের। রোনালদো আর ন্যুয়ের প্রতিবছর নিজেদেরকেই ছাড়িয়ে যাচ্ছে।

রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি শালকের ঘরের মাঠে খেলবে ১৮ ফেব্রুয়ারি। আর দ্বিতীয় লেগে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।