ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিপক্ষে ৩-১ গোলে জিতে লিগ টেবিলের তৃতীয়স্থান নিশ্চিত করলো ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে তৃতীয়স্থানে থাকা সাউদাম্পটন ওয়েস্ট হামের বিপক্ষে গোল শুন্য ড্র করলে একধাপ নিচে নেমে যায়।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে ক্রিস স্মলিংয়ের জোড়া গোলে বড় জয় পায় রেড ডেভিলসরা। দলের হয়ে অন্য গোলটি করেন রবিন ফন পার্সি। এদিন স্মলিং অবশ্য ফিল জোনসের ইনজুরিতে মাঠে নামেন। তবে খেলার মাত্র ছয় মিনিটেই রাদামেল ফ্যালকাওয়ে কর্ণার শট থেকে হেডের মাধ্যমে গোল করেন এ ইংলিশ তারকা।
কিন্তু খেলার ১২ মিনিটেই সফরকারি ফুটবলার ড্যানি ইন্গজ গোল করলে সমতায় ফেরে বার্নলি। কিয়েরান ট্রিপিয়ারের অ্যাসিস্টে গোলটি করনে তিনি।
এদিকে খেলার প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রস থেকে নিজের জোড়া গোল করে আবারো দলের লিড নেন স্মলিং। পরে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে আবারো আক্রমণে যাওয়া ম্যানইউ খেলার ৮১ মিনিটে পেনাল্টির সুযোগ পায়। আর এর এক মিনিট পরেই ডাচ তারকা পার্সি পেনাল্টি থেকে গোল করে দলের লিড আরো বাড়ান।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লুইস ফন গালের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫