ঢাকা: ‘সিরি আ’ তে টানা চার ম্যাচ জেতার পর আবারো হারের স্বাদ পেল নাপোলি। পালের্মোর বিপক্ষে ৩-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের শিষ্যরা।
প্রথমার্ধের ১৪মিনিটেই পিছিয়ে পড়ে নাপোলি। আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঙ্কো ভাজকুয়েজের অ্যাসিস্টে স্বাগতিক পালের্মোকে লিড এনে দেন মরক্কোর ডিফেন্ডার আছরাফ ল্যাজার। ৩৬ মিনিটের মাথায় লিড দ্বিগুন করেন প্রথম গোলের যোগানদাতা ভাজকুয়েজ। নেপথ্যে ছিলেন আর্জেন্টিনার অন্যতম উদীয়মান স্ট্রাইকার পাওলো দিবালা।
দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে নাপোলিকে হতাশায় ডুবিয়ে তিন গোলের লিড নেয় পালের্মো। ঐ ভাজকুয়েজের অ্যাসিস্টেই দলের হয়ে তৃতীয় গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার লুকা রিগোনি। তিন গোলে পিছিয়ে পড়লেও বল দখলের লড়াইয়ে নাপোলি ঢেড় এগিয়ে ছিল।
ম্যাচে ফেরার জন্য কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারদের ব্যর্থতায় তা ভেস্তে যায়। নির্ধারিত সময়ের আট মিনিট আগে নাপোলির হয়ে সান্তনাসূচক গোলটি করেন ইতালিয়ান স্ট্রাইকার ম্যানোলা গাব্বিয়াদিনি। ম্যাচ শেষে গঞ্জালো হিগুয়েইনরা ৩-১ গোলের হতাশাজনক হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫