ঢাকা: এ বয়সে অনেকেই বুটজোড়া তুলে রাখেন। তবে ৩৭-এ পা রাখা দিদিয়ের দ্রগবা যেন পুরোনো ফর্মটাই ফিরে পেয়েছেন।
শুক্রবারের (৩০ অক্টোবর) ম্যাচে টরন্টোর বিপক্ষে ১২তম গোল করেন দ্রগবা। ৩৯ মিনিটে সাবেক আইভরিকোস্ট স্ট্রাইকারের গোলে তিন গোলে লিড নেয় স্বাগতিকরা। এর আগে ১৮ ও ৩৩ মিনিটে মন্ট্রিয়ালের হয়ে প্রথম দু’টি গোল করেন যথাক্রমে কানাডিয়ান মিডফিল্ডার প্যাট্রিস বার্নিয়ার ও আর্জেন্টাইন মিডফিল্ডার ইগনাসিও পিয়াত্তি।
টরন্টোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে মন্ট্রিয়াল। প্রথমবারের মতো প্লে-অফ খেলতে নামা টরন্টোর হতাশাই সঙ্গী হয়। শেষ চারের ম্যাচে মন্ট্রিয়ালের প্রতিপক্ষ কলম্বাস ক্রিউ।
উল্লেখ্য, এ মৌসুমেই এক বছরের ফ্রি-ট্রান্সফার চুক্তি শেষে চেলসি থেকে মন্ট্রিয়ালে পাড়ি জমান দ্রগবা। হোসে মরিনহোর হাত ধরেই তার তারকাখ্যাতির শুরু। ব্লুজদের হয়ে ২০০৪ সাল থেকে আট মৌসুমে ৩৪১ ম্যাচে ১৫৭টি গোল করেন দ্রগবা। আর গত বছর প্রত্যাবর্তনের মৌসুমে ৪০ ম্যাচে সাত গোল করে তার চেলসি অধ্যায়ের ইতি ঘটে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
আরএম