ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

১-০ গোলে পিছিয়ে চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
১-০ গোলে পিছিয়ে চট্টগ্রাম আবাহনী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম আবাহনী। এম এ আজিজ স্টেডিয়ামে ঘরের মাঠে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের খেলার ১০ মিনিটেই ১-০ গোলে পিছিয়ে যায় স্বাগতিকরা।



ম্যাচের শুরুতেই দুর্দান্ত একটি আক্রমণ থেকে গোল করতে ব্যর্থ হয় জাহিদ হাসান এমিলির দল। এরপরই পাল্টা আক্রমণে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কানায় কানায় ভরপুর বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই বাংলার ক্লাব দুটি। বিকেলের বৃষ্টিতে উপেক্ষ‍া করেই খেলা দেখতে আসেন হাজার হাজার ফুটবলপ্রেমী।

ইস্টবেঙ্গলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল চট্টগ্রাম আবাহনী। ওই ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জিতেছিল অতিথি দলটি। টুর্নামেন্টে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। পক্ষান্তরে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিপক্ষে হেরে গেলেও পরের ম্যাচগুলোতে জয় নিয়ে মাঠ ছাড়ে প্রথম থেকেই যোগ্য নেতৃত্ব দেওয়া এমিলির দলটি। করাচি ইলেকট্রিককে ৪-২, ঢাকা আবাহনীকে ১-০ আর আফগানিস্তানের বাজানকে ৩-১ গোলে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী।

ম্যাচের আগের দিন চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক এমিলি জানিয়েছিলেন, ‘সব ভালো যার, শেষ ভালো তার’। বন্দরনগরী চট্টগ্রাম এখন সেই শেষ ভালোর অপেক্ষায়, অপেক্ষায় পুরো দেশবাসী। ওপার বাংলার সেরা দলটিকে হারিয়ে সীমানার এপাশেই শিরোপা রেখে দেওয়ার অপেক্ষায় চট্টগ্রাম আবাহনীর ফুটবলারা।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমজেএফ

** বন্দরনগরীতে শিরোপা প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।