কলকাতার দল ইস্টবেঙ্গলকে উড়িয়ে দিয়ে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপার স্বাদ নিলো চট্টগ্রাম আবাহনী। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে বন্দরনগরীর হাজার হাজার দর্শককে আনন্দের জোয়াড়ে ভাসিয়ে তোলেন হেমন্ত-জাহিদ-এমিলি-এলিটারা।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে পর্যুদস্ত করে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। যদিও টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
প্রথমার্ধের ১০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে পড়ে এমিলি-জাহিদরা। এরপর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা। অবশেষে ম্যাচের ৪৫ মিনিটে গোল পরিশোধ করেই বিরতিতে যায় বন্দরনগরীর দলটি।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এলিটা তার দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন। এর ঠিক দুই মিনিট পরেই মিডফিল্ড থেকে বল টেনে নিয়ে ডিবক্সের ভেতর বল পাঠান নাইজেরিয়ান তারকা এলিটা কিংসলে। ইস্টবেঙ্গলের দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চট্টগ্রাম আবাহনীর তারকা খেলোয়াড় হেমন্ত দুর্দান্ত হেডে দলকে ৩-১ এর লিড পাইয়ে দেন।
গ্রুপ পর্বের ম্যাচে হারার প্রতিশোধ নিতেই যেন এদিন মাঠে নামে বাংলাদেশের তারকা নির্ভর ফুটবল ক্লাবটি। ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে রীতিমতো দুমড়েমুচড়ে ৩-১ গোলের জয় তুলে নেন আবাহনীর খেলোয়াড়রা।
যদিও ব্যবধান আরও বড় হতে পারতো। প্রতিপক্ষে রক্ষণের দৃঢ়তায় বেশ কয়েকবার গোলবঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। মোহাম্মদ জাহিদ, জাহিদ হোসেন এমিলি, হেমন্ত ও এলিটার এক একটি আক্রমণ ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নস্যাৎ করে দেন দারুণ ক্ষিপ্রতায়।
ম্যাচের প্রথমার্ধে খেলার বিপরীত ধারায় ১০ মিনিটে রক্ষণের ভুলে পিছিয়ে পড়ে আবাহনী। প্রথম গোলটি হজমের পর খেলার ধরন বদলে ফেলে তারা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে দেশের ফুটবলের বর্তমানের সেরা ক্লাবটি।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কানায় কানায় ভরপুর বন্দরনগরী চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় দুই বাংলার ক্লাব দুটি।
বিকেলের বৃষ্টিতে উপেক্ষা করেই খেলা দেখতে আসেন হাজার হাজার ফুটবলপ্রেমী। স্টেডিয়ামের প্রতিটি আসন ম্যাচ শুরুর আগেই পূর্ণ হয়ে ওঠে। ঢাক-ঢোক পিটিয়ে করতালিতে শিরোপার প্রত্যাশায় মেতে ওঠেন দর্শকরা। শিরোপা প্রত্যাশী এসব দর্শকদের প্রত্যাশা পূরণ করতে মোটেই ভুল করেননি ফুটবল জাদুকররা।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এমজেএফ/
** এলিটা-হেমন্তের জাদুতে ৩-১ গোলে এগিয়ে স্বাগতিকরা
** এলিটার গোলে সমতায় চট্টগ্রাম আবাহনী