ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে লাজিওকে ৩-১ গোলের ব্যবধানে সহজেই হারাল এসি মিলান। লিগে ধুঁকতে থাকা মিলান এ জয়ের ফলে চলতি মৌসুমে বাড়তি আক্মবিশ্বাস পেল।
রোববার (০২ নভেম্বর) রাতে স্তেদিও অলিম্পিকোতে অতিথি দল হিসেবে খেলতে যায় মিলান। তবে একই মাঠে আগের পাঁচ খেলায় লাজিওকে হারাতে না পারলেও এদিন সহজ জয় উদযাপন করে জায়ন্ট দলটি।
এ ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্ব খেলা মিলান বারতোলাচ্ছি (২৫ মিনিট), মেক্সাস (৫৩ মিনিট) ও কার্লোস বাক্কার (৭৯ মিনিট) গোলে জয় নিশ্চিত করে। তবে ম্যাচের ৮৪ মিনিটে লাজিও ফুটবলার রিকার্ডো কিশনার গোলে শুধুমাত্র ব্যবধান কমায় স্বাগতিকরা।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে সিনিসা মিহাজলোভিকের শিষ্যরা। এ জয়ের ফলে ১১ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ষ্ঠ অবস্থানে রয়েছে মিলান। আর সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে মিলানের ঠিক পেছনেই রয়েছে লাজিও (৭ম)।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এমএমএস