ঢাকা: এ মৌসুমেই শৈশবের ক্লাব লিভারপুল ছেড়ে এলএ গ্যালাক্সিতে পাড়ি জমান স্টিভেন জেরার্ড। কিন্তু, এর মধ্যেই ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পরিকল্পনা ব্যক্ত করলেন ৩৫ বছর বয়সী এ মিডফিল্ডার।
কারণটা আর কিছুই নয়, জেরার্ডের এমএলএস অধ্যায়টা মোটেই সুখকর হয়নি। প্লে-অফ থেকেই বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সি। তাতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন লিভারপুল কিংবদন্তি। উল্লেখ্য, গত জুলাইতে দেড় বছরের চুক্তিতে এলএ গ্যালাক্সিতে যোগ দেন জেরার্ড। ১৪টি লিগ ম্যাচে তিনি দু’টি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেন।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জেরার্ড বলেন, ‘ফুটবলার হিসেবে আগামী বছরই হতে পারে আমার ক্যারিয়ারের শেষ মৌসুম। আমি নিশ্চিত যে, এর আগে কখনোই এভাবে ভাবিনি। চার মাস আগে এখানে এসেছি। সব সময়ই সর্বোচ্চ পর্যায়ে থাকতে চেয়েছি। কিন্তু এ মৌসুমটা এলএ গ্যালাক্সির হয়ে ভালো কাটেনি। তবে আগামী মৌসুমে নিজের সেরাটা দিতে চাই। ’
বিদায়ী বছরটা স্মরণীয় করেই রাখতে চান ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক অধিনায়ক, ‘দল হিসেবে আমরা আরো উন্নতি করার চেষ্টা করছি। টিম কম্বিনেশনে যেন কোনো ঘাটতি না থাকে সেদিকে জোর দিতে হবে। আশা করছি, পরের বছর শিরোপার জন্য সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব। ’
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএম