ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হারের শঙ্কা ঠেলে সিটিজেনদের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
হারের শঙ্কা ঠেলে সিটিজেনদের জয়

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা ম্যানুয়েল পেল্লেগ্রিনির ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জার্মান জায়ান্ট বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৪-২ গোলের জয় তুলে নিয়েছে। সকল শঙ্কাকে দূরে ঠেলে গ্রুপপর্বে শীর্ষে থেকে নকআউট পর্বে গেল সিটিজেনরা।



গ্রুপ ‘ডি’র ম্যাচে ম্যানসিটির হয়ে শুরুর একাদশে মাঠে নামেন জো হার্ট, অতামেন্ডি, কোলারভ, ফার্নান্দিনহো, ডেলফ, ডি ব্রুইন, ইয়াইয়া তোরে, ডেভিড সিলভা আর রাহিম স্টারলিংয়ের মতো তারকারা।

ঘরের মাঠে প্রথম লিড নেয় ম্যানসিটি। ১৬তম মিনিটে দলকে এগিয়ে দেন ডেভিড সিলভা। স্টারলিংয়ের দারুণ পাসকে কাজে লাগিয়ে গোল করেন স্প্যানিশ তারকা (১-০)। তবে, বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ইংলিশরা। তিন মিনিটের মাথায় গোল শোধ করে অতিথিরা। ১৯তম মিনিটে স্টিনডলের অ্যাসিস্ট থেকে মনশেনগ্লাডবাখের হয়ে প্রথম গোল করেন জুলিয়ান কর্ব (১-১)।

শুধু গোল শোধ করেই থেমে যায়নি মনশেনগ্লাডবাখের অতিথি ফুটবলাররা। স্বাগতিক ম্যানসিটিকে প্রথমার্ধেই লজ্জা দিতে ম্যাচের ৪২ মিনিটের মাথায় আবারো গোল করে। রাফায়েল কায়েতানোর গোলে লিড নেয় মনশেনগ্লাডবাখ (২-১)।

বিরতির পর হারের শঙ্কা কাটিয়ে ম্যাচে ফেরে ম্যানসিটি। স্বাগতিকদের ম্যাচে ফেরানোর সমতাসূচক গোলটি পাইয়ে দেন স্টারলিং। ৭৯ মিনিটের মাথায় গোল করেন তিনি। এর দুই ‍মিনিট পরেই দলকে লিড পাইয়ে দেন স্টারলিং। ৮১ মিনিটের মাথায় উই্লফ্রেড বনির অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন স্টারলিং (৩-২)।

গ্রুপপর্বের শীর্ষস্থান নিশ্চিত করতে মনশেনগ্লাডবাখের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উই্লফ্রেড বনি। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় সিটিজেনদের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।

এ জয়ের পরে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থানটি পায় ম্যানসিটি। ৬ ম্যাচে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে খেলবে সিটিজেনরা। সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে গত মৌসুমের রানার্সআপ জুভেন্টাস। ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় সেভিয়া আর সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মনশেনগ্লাডবাখের অবস্থান চার নম্বরে। এর ফলে, নকআউট পর্বে ম্যানসিটি-জুভিরা উঠলেও সেভিয়াকে পরের মৌসুমে খেলতে হবে ইউরোপা লিগে।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।