ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অধিনায়ক মামুনুল, সাফের ২০ জনের চূড়ান্ত দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
অধিনায়ক মামুনুল, সাফের ২০ জনের চূড়ান্ত দল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: আগামী ২৩ ডিসেম্বর ভারতের কেরালায় বসছে সাফ ফুটবলের ১১তম আসর। আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুক্রবার (১৮ ডিসেম্বর) দল ঘোষণা করেছে।

এক বিজ্ঞপ্তিতে লাল-সবুজদের অধিনায়ক হিসেবে মামুনুল ইসলামকে রেখে ২০ জনের চূড়ান্ত দল জানিয়ে দেয় বাফুফে।

২০০৩ সালের সর্বশেষ শিরোপা জেতা বাংলাদেশ এবারের আসরে মুকুট পুনরুদ্ধারের মিশনে নামবে। এই দলে জায়গা হয়নি দেশের নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির। হাঁটুর চোটে ছিটকে পড়েছেন তিনি।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও নেপাল। ম্যাচে শাখাওয়াত হোসেন রনির একমাত্র গোলে জয় পায় লাল-সবুজরা। অনুমিতভাবেই রনি ২০ জনের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন।

দীর্ঘ ১২ বছরের সাফের খরা কাটাতে উদগ্রীব দলের নতুন কোচ মারুফুল হকের শিষ্যরা গত ২৮ নভেম্বর থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সাফ ফুটবলের প্রস্তুতি ক্যাম্প শুরু করে। ২৮ জনকে নিয়ে ক্যাম্প শুরু করা হলেও সেখান থেকে কমিয়ে মারুফুল ২০ জনের তালিকা প্রকাশ করেন।

তালিকায় নেই গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, আবুল বাতে কোমল, মাশুক মিয়া জনি, কেস্ট কুমার, ফয়সাল মাহমুদ, রেজাউল করিম ও আমিনুর রহমান সজীব।

সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। গ্রুপের বাকি দুটি দল মালদ্বীপ ও ভুটান।

চূড়ান্ত দল: শহীদুল আলম, রাসেল মাহমুদ লিটন, আশরাফুল ইসলাম রানা, নাসিরুল ইসলাম, জামাল ভূইয়া, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, জাহিদ হোসেন, মামুনুল ইসলাম (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, রায়হান হাসান, মোনায়েম খান রাজু, তপু বর্মন, নাসিরউদ্দিন চৌধুরি, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন, শাখাওয়াত হোসেন রনি, আতিকুর রহমান মিশু ও ওয়ালী ফয়সাল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।