ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মাঠে নামলেই জেতে বাভারিয়ানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মাঠে নামলেই জেতে বাভারিয়ানরা ছবি: সংগৃহীত

ঢাকা: এইচডআই-অ্যারেনায় জার্মান বুন্দেসলিগার ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৪৯ হাজার দর্শক। ঘরের মাঠে খেলতে নেমেছিল হ্যানোভার।

খুব একটা বিশ্বখ্যাত দল নয় হ্যানোভার। তবে, আতিথ্য নেওয়া দলটি ক্রমেই বিশ্বসেরা দলে পরিণত হচ্ছে। হ্যানোভারের প্রতিপক্ষ দলটির নাম বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ম্যাচে জয় তুলে নিয়েছে ১-০ গোলের ব্যবধানে।

বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন থমাস মুলার। গোলের ব্যবধান বড় নয় এই মৌসুমে উড়তে থাকা বায়ার্নের জন্য। গোলের দেখা পাওয়াটাও মুলারের জন্য বেশি কিছু নয়। প্রতিপক্ষের জালে হর-হামেশাই বল পাঠিয়ে দিচ্ছে বায়ার্ন, বল পাঠাচ্ছেন বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্য মুলার। জয় পাওয়াটা যেনো এখন বায়ার্নের কাছে ডাল-ভাত।

পেপ গার্দিওলার অধীনে চলতি মৌসুমের ১৭ ম্যাচে এ জয়ের ফলে ১৫টিতেই জয় পেল বায়ার্ন। ম্যাচের ৪০তম মিনিটে মুলার পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন।

বায়ার্নের জয়ের রাতে হেরেছে টেবিলের দুইয়ে থাকা বরুশিয়া ডর্টমুন্ড। ক্লোনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ডর্টমুন্ড। ফলে, ১৭ রাউন্ড শেষে বায়ার্ন সর্বোচ্চ ৪৬ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ডের থেকে আট পয়েন্ট এগিয়ে রইল। বায়ার্নকে ছোঁয়ার বৃথা স্বপ্ন দেখা ডর্টমুন্ডের এই পরাজয়ে পয়েন্ট থকমে দাঁড়ালো ৩৮ এ।

ম্যাচে হ্যানোভারের জাল লক্ষ্য করে বায়ার্নের ফুটবলাররা ২০ টি শট নেন। নিজেদের পায়ে অতিথিরা বলের নিয়ন্ত্রণ রাখে ৭৮.৯ শতাংশ। ৮৫৮টি পাসে খেলা শেষ করে জার্মান ফেভারিট বায়ার্ন। পুরো ম্যাচে পেপ গার্দিওলার শিষ্যরা কোনো হলুদ বা লাল কার্ড না দেখেই ৯০ শতাংশ ট্যাকল করে সফল হয়।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ২০ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।