ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়াল নয়, লড়াইটা গুরু-শিষ্যের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
রিয়াল নয়, লড়াইটা গুরু-শিষ্যের ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে রিয়ালের সামনে এ ম্যাচ জয়ের বিকল্প নেই।

তবে খেলাটিতে মূল আকর্ষণ থাকছে ভ্যালেন্সিয়ার সাবেক কোচ রাফায়েল বেনিতেজ এবার বিপক্ষ দল রিয়ালের বস। তাই ম্যাচটি অনেকটা গুরু-শিষ্যের লড়াই হতে যাচ্ছে।

ভ্যালেন্সিয়া ঘরের মাঠ স্তাদিও দি মেস্তাইয়ায় রিয়ালকে আতিথিয়েতা জানাবে। রোববার মধ্যরাতে বাংলাদেশ সময় দেড়টায় মুখোমুখি হবে দু’দল।

বেনিতেজ ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত ভ্যালেন্সিয়ার মূল কোচের দায়িত্বে ছিলেন। এ সময় তিনি চমক দেখিয়ে দলকে দু’বার লিগ চ্যাম্পিয়ন করেন। তবে এবারের প্রেক্ষাপট পুরো ভিন্ন। লিগ টেবিলের ১১ নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে লড়বেন বেনিতেজ। সেই সঙ্গে দল হিসেবে তিনি পাচ্ছেন রোনালদো, বেল, বেনজেমাদের নিয়ে গড়া শক্তিশালী রিয়ালকে।

এদিকে ভ্যালেন্সিয়ার বর্তমান কোচ গ্যারি নেভিল সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার। বেনিতেজ ইংলিশ লিগে লিভারপুলের কোচ থাকাকালে নেভিলের সঙ্গে অসংখ্যবার দেখা হয়েছে।

১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনে থাকা রিয়ালের অবশ্য ভ্যালেন্সিয়ার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না। শেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে রিয়াল ও ভ্যালেন্সিয়া সমান এক ম্যাচ করে জয় পেয়েছে। বাকি তিনটি ম্যাচ ড্র হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ০৩ জানুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।