ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

লিগ কাপে পিছিয়ে পড়লো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৮, জানুয়ারি ৭, ২০১৬
লিগ কাপে পিছিয়ে পড়লো ম্যানসিটি

ঢাকা: ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও এভারটন। তবে ১-১ গোলে সমতায় থাকা ম্যাচটিতে রোমেলু লুকাকুর শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন।

ফাইনালে যেতে হলে ম্যানসিটিকে পরের লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বড় ব্যবধানে জিততে হবে।

এভারটনের ঘরের মাঠ গোদিসন পার্কে বুধবার রাতে আথিতিয়েতা পায় সিটিজেনরা। তবে ম্যাচের শুরু থেকে বাজে খেলা ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা প্রথমার্ধের নির্ধারিত সময়ের পর রামিরো ফুনেস মোরির গোলে পিছিয়ে পড়ে।

তবে বিরতির পর ঘুরে দাঁড়ানো স্বাগতিকরা খেলার ৭৬ মিনিটে জেসাস নাভাসের গোলে সমতায় ফেরে। কিন্তু দুই মিনিট পরে লুকাকু গোল করলে ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো লিগ কাপে ফাইনালের স্বপ্ন দেখে এভারটন।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে এ আসরের ২০১৪ সালের চ্যাম্পিয়ন ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।