ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

খেলা

ফাইনালে এক পা লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ফাইনালে এক পা লিভারপুলের ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যাপিটাল ওয়ান কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বাড়তি সুবিধা নিয়েই মাঠে নামবে লিভারপুল। কেননা, স্টোক সিটির মাঠে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলের জয় নিশ্চিত করে অল রেডসরা।



লিভারপুলের জয়ের রাতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগে প্রথমার্ধেই মাঠ ছাড়েন মিডফিল্ডার ফিলিপ্পে কুতিনহো (১৮ মিনিটে) ও সেন্টার ব্যাক ডিজান লোভরেন (৩৪)।

ব্রিটান্নিয়া স্টেডিয়ামে কুতিনহোর বদলি হিসেবে নামা ইংলিশ মিডফিল্ডার জর্ডান ইবের গোলের (৩৭) সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে অল রেডসরা। প্রথমার্ধের লিডটা পুরো নব্বই মিনিট ধরে রাখে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা। অন্যদিকে, নিজেদের মাঠে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও সমতাসূচক গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

আগামী ২৬ জানুয়ারি (মঙ্গলবার) সেমির ফিরতি পর্বের ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে স্টোক সিটি। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।