ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

খেলা

কঠোর নিরাপত্তায় বঙ্গবন্ধু গোল্ড কাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
কঠোর নিরাপত্তায় বঙ্গবন্ধু গোল্ড কাপ

ঢাকা: আর মাত্র একদিন পরেই বাংলাদেশ সহ ছয়টি বিদেশী দলের অংশগ্রহনে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের চতুর্থ আসর। শুক্রবার (৮ নভেম্বর) যশোরের শামস্-উল-হুদা স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে এবারের আসর।

আর এই আসরকে সামনে রেখে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
 
বুধবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের সম্মেলন কক্ষে টুর্নামেন্টের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।
 
বঙ্গবন্ধু গোল্ড কাপের নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বলতে গিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান জানান, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপে বিদেশী দলগুলোর নিরাপত্তার অংশ হিসেবে এয়ারপোর্ট, টিম হোটেল, অনুশীলন ভেন্যু ও ম্যাচ ভেন্যুতে তিন স্তরের নিরাপত্তা দেয়া হবে। মাঠের ভেতর ছুঁড়ে মারা যায় এমন দ্রব্য নিয়ে মাঠে প্রবেশ করা যাবেনা। ম্যাচ চলাকালীন সময়ে মাঠে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনালের ম্যাচের দিন দুপুর ১টা থেকে স্টেডিয়ামের সকল দোকান পাট বন্ধ থাকবে। আর ফাইনালের পুরো দিনই দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ’
 
এদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য এদিনের সভায় টিকিটের মুল্যও নির্ধারণ করা হয়। সাধারণ গ্যালারির টিকিট ১০০টাকা, ভিআইপি ৩০০ ও রেড বক্স ৫০০ টাকা। টিকিট পাওয়া যাবে বাফুফে ভবন ও ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের গেইটে।
 
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ৬ জানুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।