যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাহরাইন ম্যাচটি ড্র হলেও খুশি হয়েছে উভয় দল। ম্যাচ শেষে যশোর শামস-উল হুদা স্টেডেয়ামের আমেনা খাতুন গ্যালারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে উভয় দলের কোচ এমন মন্তব্য করেন।
বাংলাদেশ দলের হেড কোচ গঞ্জালো সানচেজ মোরিনো জানান, দলের খেলায় আমি সন্তুষ্ট। ছেলেরা কঠোর পরিশ্রম করে খেলেছে। দল হিসেবে এটি তাদের প্রথম একসাথে খেলা। এ কারণে এ ফলাফলে আমি খুশি। এছাড়াও বাহরাইন শক্তিশালী দল, আর মাঠও স্বাভাবিক আচরণ করেনি। তবে যে সুযোগগুলো এসেছিল তা কাজে লাগাতে পারলে জয় পাওয়া যেত।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাগতিক কোচ আরও বলেন, এ ম্যাচে কিছু ভুল হয়েছে। আশা করি আমাদের পরবর্তী ম্যাচে সেগুলো আর হবে না।
এর আগে, একইস্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহরাইনের হেড কোচ মারজান বলেন, ম্যাচটি সমতায় শেষ হওয়ায় আমি খুশি। প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে পরবর্তী ম্যাচ জয়ের জন্য মাঠে নামবো। স্বাগতিক দলটির বিপক্ষে ম্যাচে আমাদের ফিফটি-ফিফটি চান্স ছিল। তবে ছেলেদের ওপর আমার আস্থা রয়েছে। তারা পরবর্তী ম্যাচে সাফল্য নিয়েই পরবর্তী রাউন্ডে উঠবে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এমআর